কালিহাতীতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশনের (BHRC) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী ড. সাইফুল ইসলাম দিলদারের ৬৮তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি উৎসবমুখর ও রঙিন র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত।
সভাপতির বক্তব্যে শাহ আলম বলেন,
“মানবাধিকার কেবল একটি শব্দ নয়, এটি মানুষের মৌলিক অস্তিত্ব ও মর্যাদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই মানবাধিকার আন্দোলন আরও বেগবান ও সুসংগঠিত হবে।”
সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত বলেন,
“ড. সাইফুল ইসলাম দিলদারের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার কমিশন দেশব্যাপী মানবাধিকার রক্ষা, আইনগত সহায়তা প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ, আইন বিষয়ক সম্পাদক মো. আশিক, অর্থ সম্পাদক সিনিয়র সাংবাদিক বিপ্লব সরকার, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম লিটনসহ কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,
বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন ধরে মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে তরুণ সমাজকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সংগঠনটির কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।
অনুষ্ঠান শেষে ড. সাইফুল ইসলাম দিলদারের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মানবাধিকার আন্দোলনের অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন, কালিহাতী উপজেলা শাখা।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *