বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা

দৈনিক তালাশ ডটকমঃ বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) সকালে নবাব সলিমুল্লা রোড বাংলাদেশ হোসিয়ারী কমিনিটি সেন্টার এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু।
‎এর আগে পবিত্র কোরআন পাঠ করা হয়। পাঠ শেষে  মরহুম বেগম খালেদা জিয়া রুহ মাগফিরাত কামনা করা হয়।

‎সভাপতির বক্তব্যে বদিউজ্জামান বদু আরও বলেন, সারা বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে আমরাই প্রথম চাঁদাবাজদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছিলাম। এর একটা সুফল সকল ব্যবসায়ীরা পেয়েছেন। প্রশাসন এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে বেশ কিছু চাঁদাবাজ গ্রেপ্তার করেছে। এতে ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সকল ধরনের সমস্যা সমাধান সহ নানা প্রতিকূলতা থেকে মুক্তি দিতে হোসিয়ারি সমিতি কাজ করে যাচ্ছে। এই এসোসিয়েশনের মাধ্যমে ব্যাবসায়ীরা যাতে ন্যায্যতার মাধ্যমে কাজ করতে পারে সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।

‎সহ সভাপতি (জেনারেল)  আবদুস সবুর খান সেন্টু,  সহ সভাপতি (এসোসিয়েট)  সাঈদ আহমেদ স্বপন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিচালক জেনারেল গ্রপের মো দুলাল মল্লিক, মো আবদুল হাই, মো মিজানুর রহমান,  পারভেজ মল্লিক, হাজী মোঃ শাহীন হোসেন, মো আতাউর রহমান, মো মনির হোসেন , মোহাম্মদ ফতেহ মোহাম্মদ রেজা রিপন , মো মাসুদুর রহমান, বাবু বৈদ্যনাথ পোদ্দার, পরিচালক এসোসিয়েট গ্রুপ সাইফুল ইসলাম হিরু, আলহাজ্ব মো নাছির শেখ, আবদুস সোবাহান তালুকদার,  নাছিম আহমেদ, মো. বিল্লাল হোসেন প্রমুখ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *