দৈনিক তালাশ ডটকমঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতার্তদের মাঝে
সাবেক কাউন্সিলর শকুর শীতবস্ত্র বিতরণ।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে ডনচেম্বার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস সলগ্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে বেগম খালেদা জিয়ার রুহ মাগফিরাত কামনায় দোয়া আয়োজন করা হয়।
এরপর ওয়ার্ডরে শীতবস্ত্রহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা।
এসময় সাবেক কাউন্সিলর শকু বলেন, আমারা বেগম খালেদা জিয়ার রুহ মাগফিরাত কামনায় ৪দিন ধরে কর্মসূচি গ্রহণ করেছিলাম। তারেই ধারাবাহিকতায় আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছিলাম, আজকে আমরা শ্রমজীবিদের মাঝে শীতকালিন প্রশাসক বিতরণ করছি। আমাদের এই কর্মসূচির মাধ্যমে অনেকে পেয়েছেন অনেকে পান নাই। আমরা চেষ্টা করবো আগামীতে আরেকটি ৪দিনের কর্মসূচি গ্রহণ করছি। যারা পান নাই তাদের মাঝে খুব শীগ্রই শীতবস্ত্র বিতরণ করবো। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন । সবাই তার আত্মারমাগফিরাত কামান করবেন।
কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপ্ন, সেচ্ছাসেবক দলের সিনিয়ির আহ্বায়ক জিএস জনি, সদর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুলহাস, বাংলাদেশ জাতীয়তাবাদি সাংস্কৃতিক জোটের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক নুরইসলাম জানু,ইসহাক সরদার সহ অসংখ্য নেতৃবৃন্দ।