দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক, ম্যানেজমেন্ট কমিটি ও অভিভাবকদের অংশগ্রহণে ‘পুষ্টি ও পরিবেশ সচেতনতা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শিশুদের সুস্বাস্থ্য, সঠিক পুষ্টি গ্রহণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) উপজেলা হলরুমে সকাল ১১টায় কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু সাইম আল সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম পুষ্টির কোনো বিকল্প নেই। স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শিশুদের নিয়মিত দুধ গ্রহণে অভ্যস্ত করে তাদের স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে স্কুলভিত্তিক পুষ্টি সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত হলে শিক্ষার্থীদের উপস্থিতি ও শেখার আগ্রহ বৃদ্ধি পায়। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. সীমান্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং দুধের পুষ্টিগুণ, শিশুদের দৈনন্দিন খাদ্যতালিকায় দুধের গুরুত্ব ও নিরাপদ দুধ গ্রহণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রশিক্ষণে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চামুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে পুষ্টি, স্বাস্থ্যবিধি, পরিবেশ সংরক্ষণ ও সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থায়ন করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।