দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দাখিলকৃত মোট ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
আব্দুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র)
মোহাম্মদ লুৎফর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি, ধানের শীষ)
খন্দকার আব্দুর রাজ্জাক (বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা)
মোঃ লিয়াকত আলী (জাতীয় পার্টি, নাঙ্গল)।
উল্লেখ্য তিন সার্টিফিকেট জমা না দেওয়ায় জাপা প্রার্থী মোঃ লিয়াকত আলী মনোনয়নপত্র বিলম্বে ঘোষণা করেন (জমাদানের পর)।
এদিকে বিভিন্ন ত্রুটি ও আইনগত কারণে যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন—
মোঃ আব্দুল হালিম মিঞা (স্বতন্ত্র)
আলী আজমাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
মোঃ শাহ আলম তালুকদার (স্বতন্ত্র)
উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে প্রার্থীরা পরবর্তী নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি গ্রহণ করছেন।