দৈনিক তালাশ ডটকমঃটাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবিব: ভুক্তভোগীদের তিন দফা দাবিতে টাঙ্গাইলের ডিসি’র অফিসের সন্মুখে অনশন:
কালিহাতীতে জমি রেজিস্ট্রিতে জালিয়াতির অভিযোগে ভুক্তভোগীদের তিন দফা দাবিতে টাঙ্গাইলের ডিসি’র অফিসের সন্মুখে অনশন। বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার হাতিয়া গ্রামের অভিরণ, নুরু মন্ডল, নজরুল ও তাদের পরিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনশন কর্মসূচী পালন করেন। উক্ত সময়ে তিন দফা দাবি উত্থাপন করেছেন, জমির প্রকৃত মূল্য পরিশোধ, প্রতারক দলিল লেখক ও ক্রেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি। বিভিন্ন গণমাধ্যম কর্মী, এন এস আই এর এসআই সাইফুর রহমান ও জেলা প্রশাসনের প্রতিনিধি তাদের অনশনের কারণ বিস্তারিত শুনেন। প্রায় দু’ঘন্টা পর টাঙ্গাইলের ডিসি শরীফা হকের প্রেরিত প্রতিনিধি অনশন প্রত্যাহার করান।
ডিসি’র প্রতিনিধির পরামর্শ অনুযায়ী জেলা রেজিস্ট্রি অফিসে (ডি আর অফিসে) অভিযোগপত্র জমা দেন এবং অনশন কর্মসূচিতে অংশ নেন।
ঘটনায় জানা যায় টাঙ্গাইলের কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসে জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে দলিল রেজিস্ট্রি করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনসাধারণ। এ ঘটনায় ক্ষুব্ধ জমির প্রকৃত মালিকেরা অনশন কর্মসূচি পালন করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, গত ৩০ জুলাই দলিল লেখক বাবুল ভেন্ডারের মাধ্যমে তাদের জমি রেজিস্ট্রি করা হয়। জমিটির প্রকৃত মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা, কিন্তু প্রতারকগণ একটি বিশাল শপিং ব্যাগ ভর্তি টাকা আছে বুঝিয়ে দলিল সম্পন্ন করেন। পরে দেখা যায় মাত্র আশি হাজার টাকা। জালিয়াতির মাধ্যমে বাকি টাকা আত্মসাৎ করেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার জুরান আলী মোল্লা, বাবু মোল্লা, ছাহেরা ও দলিল লেখক বাবুল ভেন্ডার।
ভুক্তভোগী পরিবার তিন দফা দাবি উত্থাপন করেছেন, জমির প্রকৃত মূল্য পরিশোধ, প্রতারক দলিল লেখক ও ক্রেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি,
কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির নিরপেক্ষ তদন্ত।
জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি লাবিউজ্জামান মুস্টাবিন বিষয়টি আমলে নেন এবং অভিযোগপত্র গ্রহণ করেন। তিনি সুপরামর্শ দিয়ে অনশন কর্মসূচি ভাঙার অনুরোধ জানান। তিনি আরও বলেন, “আপনাদের ন্যায়বিচারের স্বার্থে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।