দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাপার লিয়াকতসহ মোট ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে জাপার লিয়াকত আলীসহ মোট ৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। টাঙ্গাইলের আটটি আসনে মোট ৬৫ জনের মনোনয়ন দাখিল।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দিনভর টাঙ্গাইলের কালিহাতী উপজেলা রিটার্নিং অফিসার মোঃ খায়রুল ইসলাম-এর কার্যালয়ে নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় পুরো উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এলাকাজুড়ে ছিল প্রার্থীদের সমর্থকদের স্লোগান, মিছিল ও আনন্দঘন পরিবেশ।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—
জাতীয় পার্টির প্রার্থী মোঃ লিয়াকত আলী নাঙ্গল,
স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান (ধানের শীষ),
স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হালিম মিয়া,
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক (দাঁড়িপাল্লা)
এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম তালুকদার।
মনোনয়নপত্র দাখিলকালে উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কালিহাতী উপজেলাজুড়ে ভোটারদের মধ্যেও কৌতূহল ও প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রার্থীগণ উপজেলাবাসীর মঙ্গলার্থে ও উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল ১ (মধুপুর-ধনবাড়ী) ৭ জন, টাঙ্গাইল ২ (ভূয়াপুর-গোপালপুর) ৫ জন, টাঙ্গাইল ৩ (ঘাটাইল) ৭ জন, টাঙ্গাইল ৪ (কালিহাতী) ৭ জন, টাঙ্গাইল ৫ ( টাঙ্গাইল সদর) ১১ জন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) ১২ জন, টাঙ্গাইল ৭ (মির্জাপুর) ৬ জন, টাঙ্গাইল ৮ (সখীপুর) ১০ জন।