জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে ভূমিকা আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রেরণা: সাইদুর রহমান বাচ্চু

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ খ্রিঃ জুলাইয়ের মায়েরা” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠানে একমিনিট নীরবতা পালন করা সহ দোয়া ও মোনাজাত করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে –
শনিবার (২ আগষ্ট২০২৫) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ, কে, সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনীতে ২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও তাদের মায়েরা, বোনেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জুলাই আন্দোলনের প্রামান্য চিত্র অবলোকন করেন। সেখানে যে চিত্র ভেসে আসে তা দেখে কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। চলচ্চিত্র প্রদর্শনের পর আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি তার বক্তব্য বলেন, ৭১ এ স্বাধীনতা যুদ্ধে যেমন মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তেমনিভাবে ২০২৪ খ্রিঃ এর গণঅভ্যুত্থান আন্দোলনেও তাদের ভূমিকা প্রসংশনীয়। ২৪ এর গণঅভ্যুত্থান এ মায়েদের ভূমিকা আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রেরণা হয়ে থাকবে। নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের মায়েদের পাশে রেখে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র- প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, জেলাতথ্য অফিসার মোহাম্মদ আলী,
উপ-পরিচালকের কার্যালয় মহিলাবিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জুলাই গনঅভ্যুত্থানে অংশগ্রহনকারী ছাত্রপ্রতিনিধি মুনতাসীর মেহেদী হাসান, সাদিয়া আহমেদ সিনহা, তাহসিন মোবারক তোয়া, লাবণ্য রহমান ছোঁয়া রুকাইয়া ইসলাম, মায়েদের মধ্যে থেকে সাথী খানম,বুলবুলি খাতুন, মনিরা পারভীন স্মৃতিচারণনকরে বক্তব্য রাখেন। এসময়ে অনুষ্ঠানে জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানে যোদ্ধা শিক্ষার্থী, মায়েরা, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *