বীর শহীদ দের শ্রদ্ধা জানালেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ

দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : দেশের সকল বীর শহীদদের প্রতি বি নম্র শ্রদ্ধা জানাতে সকালের আলো পড়তেই, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের পদচারণায় ফুলে ফুলে মুখরিত হয় সিরাজগঞ্জ বাজার স্টেশনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার। ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এরপর পর্যায়ক্রমে সরকারি, বেসরকারি, এনজিও প্রতিষ্ঠান ও স্কুল কলেজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে ফুল দিতে শহীদ বেদীতে আসেন।

মহান বিজয় দিবস উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব, সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ হতে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় সিরাজগঞ্জ জাতীয়তাবাদী চিকিৎসক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী চিকিৎসক বৃন্দের মধ্যে ডাঃ সাজ্জাদ কাদির শামিম, ডাঃ শিমুল তালুকদার, ডাঃ এম, হাকিম বাবু, ডাঃ জিয়াউল কবির, ডাঃ আব্দুল আজিজ কিবরিয়া, ডাঃ ওয়ালিউল হাসানাত, ডাঃ ওলী আহমেদ পারভেজ, ডাঃ রাকিব প্রমুখ : চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *