নিষিদ্ধ আওয়ামী লীগের অবৈধ হরতালের প্রতিবাদে মধ্যরাতে মহানগর বিএনপির বিক্ষোভ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ’ আওয়ামী লীগের ডাকা অবৈধ হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যােগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ই জুলাই) মধ্যরাতে মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে ও যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন’র সার্বিক সহযোগিতায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ মিছিলটি নগরীর মিশনপাড়া এলাকার হোসিয়ারী সমিতির সামনে থেকে শুরু করে স্বৈরাচারের দোসর সেলিম ওসমান, শামীম ওসমান ও আজমেরী ওসমানের বাড়ী হয়ে ২নং রেলগেট ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে এসময় মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, গত ৫ই আগস্ট পতিত আওয়ামী স্বৈরাচারী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে এখনো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। ব্যবসায়ীদের দোকানপাটের নিরাপত্তাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি। তাদের দোসরদের যেখানেই পাব সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদেরকে কোনভাবেই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আজকে নগরের বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে।

এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, হরতালের কোনো প্রভাব সদরে পড়েনি। সবকিছু স্বাভাবিক রয়েছে, তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাকে কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছে আওয়ামী লীগের চার সংগঠন; যেগুলোসহ ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে সরকার। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়। আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেইসবুক পেইজে বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদমাধ্যমেও তা পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *