তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মডেল মাসুদের বিক্ষোভ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ’র পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই) বিকেলে নগরীর খানপুর রবফকল মাঠ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেট এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে নেকাকর্মীরা বক্তব্য তারা বলেন, আমরা গণঅভ্যুত্থানে সকল শহীদদের মাগফিরাত কামনা করছি। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দিবো না। তাদের রক্ত এখনো শুকিয়ে যায়নি। ফ্যাসিস্টের দোসরা এখনো দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কাজ করছে। আমরা এর দাত ভাঙা জবাব দিবো।

আমরা বিশ্বাস করি প্রতিহিংশা প্রতিশোধ পরায়ণ রাজনীতি একটি জাতিকে ধ্বংসের দাড়প্রান্তে নিয়ে যায়। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। আমাদের দলের নেতা তারেক রহমানকে নিয়ে কোনো কটুক্তি করলে আমাদের হৃদয়ক্ষরণ হয়। আমরা তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন, মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানের ভাই মো. শামীম আহমেদ ও মডেল গ্রুপের জিএম মনির হোসেন সরদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, মহাবুবউল্লাহ তপন, বিল্লাল হোসেন, শহীদুল ইসলাম রিপন, ফারুক আহাম্মেদ রিপন, শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, অহিদুল ইসলাম ছক্কু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও সাবেক যুবদল নেতা সারোয়ার মুজাহিদ মুকুল সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *