৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছেন তারা টানা ৫ বার চুরির দিক দিয়ে প্রথম হয়েছে: রেজাউল করিম

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ই জুলাই) বাদ জুম্মা নগরীর ডিআইটি চত্বরে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এসময় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বিগত ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছেন তারা টানা ৫ বার চুরির দিক দিয়ে পৃথিবীতে প্রথম হয়েছে। এরা হাজার হাজার মায়ের কোল খালি করেছে। তারা ক্ষমতার চেয়ার বসে দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। যেমন আওয়ামী লীগের ভূমিমন্ত্রীর লন্ডনেই বাড়ি পাওয়া গেছে সাড়ে ৩০০ মতো। ৫ আগস্টের পরে এক দল ক্ষমতা প্রেমিক ক্ষমতায় যাওয়ার জন্য দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়ে রাখছে।

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *