দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হলেও নারায়ণগঞ্জের জামতলা এলাকায় ওসমান পরিবারের ছায়ায় গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্যের দাপট যেন আরও বেড়ে গেছে। প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে প্রকাশ্যে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে অয়ন ওসমান ও আসাদের অন্যতম ক্যাডার রুবায়েত হোসেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা থানাধীন জামতলা এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ ছিল মূলত ওসমান পরিবারের সরাসরি ছত্রচ্ছায়ায়। আজমেরী ওসমান, শামীম ওসমান ও অয়ন ওসমানের নাম ব্যবহার করে রুবায়েত হোসেন ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে মারধর, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে লিপ্ত ছিলেন। থানায় অভিযোগ করা হলেও প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার পাননি এলাকাবাসী।
বিশেষ করে সন্ত্রাসী রুবায়েত হোসেন আশপাশের মানুষদের উপর নানাভাবে নির্যাতন চালিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের অত্যাচারে এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করাও কঠিন হয়ে পড়েছিল।
স্বৈরাচারী সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে আবারও প্রকাশ্যে এসেছে রুবায়েত হোসেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর আগে জামতলা এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিসহ ডিবির হাতে গ্রেফতার হয়েছিলেন রুবায়েত হোসেন।
আসাদুজ্জামান আসাদের নাম ভাঙিয়ে ওসমান পরিবারের প্রভাব কাজে লাগিয়ে তিনি জামতলায় বিশাল দাপট বজায় রেখেছিলেন।
এলাকাবাসীর দাবি,রুবায়েত হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করা হোক। সচেতন মহলের প্রশ্ন, তারা কি আইনের ঊর্ধ্বে?
এদিকে, স্বৈরাচারী সরকারের পতনের পর আওয়ামী লীগ পরিবারের প্রভাব হারালে এখন তিনি বিএনপির ছায়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে স্থানীয় সচেতন মহল।