দৈনিক তালাশ ডটকমঃ ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বুধবার (৯ জুলাই) বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাটাইল থানার মামলা নং ১১ তারিখ ৮ জুলাই ২০২৫।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গুনগ্রাম এলাকার বাসিন্দা মরিয়ম বেগম, তার স্বামী আবদুল আজিজ, এবং তাদের কন্যা নাজমা ও আসমা সন্ত্রাসী হামলার শিকার হন।
পূর্ব বিরোধের জেরে গত ৩০ জুন বিকেল ৪টার দিকে একই গ্রামের জহুরুল (পিতা: মো. সিদ্দিক) বাড়ির সামনে এসে প্রথমে গালাগালি ও অশালীন তর্ক-বিতর্ক শুরু করে। পরে সে ও আরও ৩-৪ জন অজ্ঞাতনামা সহযোগীসহ লাঠি ও লোহার রড নিয়ে ঘরে ঢুকে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, জহুরুল লোহার রড দিয়ে মরিয়ম বেগমের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। তার চিৎকারে মেয়ে নাজমা, আসমা ও স্বামী আব্দুল আজিজ এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।
আকরাম (পিতা: মো. আকবর খান) লোহার শাবল দিয়ে নাজমার মুখে আঘাত করে, ফলে তার দাঁত ও হাড় ভেঙে যায়।
শাহজাহান (পিতা: মো. সিদ্দিক) লাঠি দিয়ে আসমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করে।
লালচান (পিতা: মো. জহুরুল) রড দিয়ে আব্দুল আজিজের হাটুর নিচে আঘাত করে মারাত্মক জখম করে।
সবচেয়ে ভয়াবহ ছিল জান্নাত (পিতা: মো. জহুরুল)-এর বর্বর আচরণ। তিনি নাজমার সেলোয়ার ছিঁড়ে দিয়ে শ্লীলতাহানি করেন।
কমলা (স্বামী: মো. জহুরুল) লোহার খণ্ড দিয়ে নাজমার মাথায় আঘাত করে এবং তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ৭৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহত আজিজ, নাজমা ও মরিয়ম-কে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়।
নাজমার অবস্থার অবনতি হলে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, যেখানে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
এ ঘটনায় মরিয়ম বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত জহুরুলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি।