দৈনিক তালাশ ডটকমঃনিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন জামতলাএলাকায়, হাজী রিপন এর ছেলে রাফি জমজমাট মাদক ব্যবসা, চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার স্থানীয় বেশ কয়েজন, সাংবাদিকদের এ তথ্যদেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে যেটুকু তথ্য পাওয়া গেছে।তার চাইতে ও ভয়াবহ অবস্থা।মাদক সেবিদের কাছে জানাযায় মাদকের এটি হুট স্পষ্ট নামে পরিচিত।
স্বৈরাচার সরকারের দোসরা।আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই, বিভিন্ন কৌশলে, মাদক ব্যবসা সহ নানান অপকর্মের সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছে এই সন্ত্রাসীরা।
হাজী রিপন আজমির ওসমানের সন্ত্রাসী নামে পরিচিত।
সূএটি জনায়,আওয়ামী লীগ গডফাদাররা পালিয়ে যাওয়ার পর থেকেই।গড়ে তুলেছে মাদকের সাম্রাজ্য।
৫ ই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্যেই দেশ রক্ষার দায়িত্বে আসে অন্তবর্তী সরকার। তাদের দেশ শাসনের চলমান অবস্থায় হচ্ছে না কোনো উন্নতি। হয়নি আইন-শৃঙ্খলার পরিস্থিতির, নিয়ন্ত্রণ ও। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা।
তারা বলছেন বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ায়, বিভিন্ন ধরনের অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এ যেন এক কাকতালীয় বিষয়।
তাই সচেতন মহলের দাবি,এ সকল অপরাধ দমনে,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো, সক্রিয় ভূমিকায় আসতে হবে।
তাই সচেতন মহল।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করছেন।
পাশাপাশি, এই সন্ত্রাসী কর্ম কান্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জানা যায়,অপরাধীরা প্রতিনিয়ত দেশি বিদেশী অস্ত্রের ভয়ে দেখিয়ে চালিয়ে যাচ্ছে মাদকের সম্রাজ্য।এ সকল সন্ত্রাসীদের নামে রয়েছে একাধিক অভিযোগ ও মাদক মামলা।
এমন তথ্যই নিশ্চিত করেছেন, একটি ঘনিষ্ঠ সূত্র।