রেস্টুরেন্ট ব্যবসাকে কেন্দ্র ৬ যুবকের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ চেষ্টা

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসাকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৬ যুবকের বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগী নারী আরফিন আঁখি
বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করেছে।

যার মামলা নং- ১২৯/২৫। মামলাটি বর্তমানে পিবিআইয়ের নিকট তদন্তাধীন রয়েছে।

মামলার আসামীরা হলেন, ১. নাঈম (৩৫), পিতা-আমান উল্লাহ, ২. মুকুল (২৮), ৩. হাফিজুল (২৩), ৪. ঈষা (২০), পিতা-রাজা মিয়া, ৫. আবিদ (২০), পিতা-মো: আজিজ হাওলাদার, ৬. শিশির ইমরান (২০) নারায়ণগঞ্জ।

জানা যায়, রেস্টুরেন্ট ব্যবসাকে কেন্দ্র করে বিগত ২৫/০১/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১০টায় দোকানে কেউ না থাকার সুযোগে ১-৬ নং আসামীগণ ‘‘লা-ক্যান্ডালা’’ নামক দোকানে ঢুকে দোকানের শার্টার নামিয়ে বাদীনির পড়নে থাকা জামা কাপড় টানিয়া ছিঁড়িয়া বাদীনির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং বাদীনিকে ফ্লোরে শোয়াইয়া আসামীগণ ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে এবং বলে আমাদেরকে চাকরী থেকে বের করেছিস আজ তোকে ভোগ করব।

এসময় বাদীনি দোকানের ভিতর হইতে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন ও সাক্ষীগণ শার্টার তুলিয়া আসামীগণের কবল হতে বাদীনীকে রক্ষা করে।

অতঃপর আসামীগণ, বাদীনিকে সময় ও সুযোগমতো ধর্ষণ করবে বলে হুমকি প্রদান করে।

পরে সাক্ষীগণ ও এলাকার লোকজন জড়ো হলে আসামীগণকে দৌড়াইয়া পালাইয়া যাইতে দেখে এবং বাদীনিকে অর্ধ উলঙ্গ, জামা কাপড় ছেড়া ফাঁড়া অবস্থায় কান্নাকাটি করতে দেখে।

পরবর্তীতে বাদীনিকে সাক্ষীগণ বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে, বাদীনি সাক্ষীগণ ও এলাকার লোকজনদের ঘটনার বিষয়ে জানায়।

এর আগে, ‘‘লা-ক্যান্ডালা’’ নামক ব্যবসাকে কেন্দ্র করে ঘটনায় ভুক্তভোগী আরফিন আঁখি ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *