বিএনপির ১৫ নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাসিক ১৫ নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম পুরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ই জুলাই) বিকেলে নগরীর নন্দীপাড়ার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু।

এসময় বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্রের আদলে বিএনপির দলীয় পরিচয়পত্র তৈরি করা হবে। এজন্য নাম, পিতা-মাতার নাম, ওয়ার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এনআইডির নম্বর, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা, পেশাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। ২০ টাকার বিনিময়ে এই ফরম পূরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে নারীদেরও সুযোগ আছে। বিগত দিনে যে সকল আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে যারা জড়িত ছিলেন, তাদেরকে এই দলে আর নেওয়ার কোন সুযোগ নেই। যারা এ ফরম পুরণ করে জমাদান করবেন এই ফরম ভালো ভাবে যাচাই-বাছাই করে দেখা হবে তারা অন্য কোন দলের সাথে যুক্ত আছেন কিনা।

১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানা,র সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ.এম আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *