কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের দ্বি-বার্ষিক নতুন কমিটি অনুমোদন

দৈনিক তালাশ ডটকমঃ সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন: কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের নতুন কমিটির সভাপতি সাংবাদিক শাহ আলম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনন্দ মোহন দত্তসহ ৪০ সদস‍্যের কমিটি ১ জুন ২০২৫ হতে ৩১ মে ২০২৭ পর্যন্ত মেয়াদ অনুমোদন।

শনিবার (২৯ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী রিপন ও অর্থ সম্পাদক রায়হান।

এ পর্যায়ে কালিহাতী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শাহ আলম, নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনন্দ মোহন দত্তের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেন।

এ সময় উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, উপজেলা পর্যায়ে মানবাধিকার রক্ষা ও কার্যক্রমকে আরও শক্তিশালী ও সংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *