অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতি মাসে মডার্ন হাউসিং থেকে নেন: শামসুল নামের এক দালাল

দৈনিক তালাশ ডটকমঃ মডার্ন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান: মোবাইল কোর্টের মাধ্যমে ১৬টি সংযোগ বিচ্ছিন্ন, ৩৫০ ফুট পাইপ জব্দ, ও দুই লক্ষ বিশ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ, ১৮ই নভেম্বর: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পঞ্চবটি মডার্ন হাউজিং এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানকালে মডার্ন হাউজিংয়ের জোবিঅ-এনায়েতনগর-কাশীপুর এলাকায় অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে তিনটি আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও, অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৬টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়, যার ফলে প্রায় ৩০০টি আবাসিক ডাবল চুলার ব্যবহার বন্ধ হয়ে যায়।

এই অভিযানে ৩/৪ ইঞ্চি ব্যাসের প্রায় ৩৫০ ফুট অবৈধ বিতরণ পাইপ উচ্ছেদ করে জব্দ করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে তাৎক্ষণিকভাবে (দুই লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা আদায় করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মডার্ন হাউজিং এলাকায় শামসুল নামের এক দালাল সরকারি সম্পদ গ্যাস অবৈধভাবে মানুষকে ভুল বুঝিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতি মাসে এই মডার্ন হাউসিং থেকে নিয়ে থাকেন। গ্যাস কর্তৃপক্ষ বারবার লাইন বিচ্ছিন্ন করলেও এই দালালের কারণে মডার্ন হাউজিংকে অবৈধ সংযোগ ও গ্যাস চুরি মুক্ত করা সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ আরও জানায় যে, তারা শামসুলের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *