দৈনিক তালাশ ডটকমঃনারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার ১৬ নভেম্বর ছিল তার নারায়ণগঞ্জে শেষ কর্মদিবস। বিদায়ী সংবর্ধনায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএ’র নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায়ের মুহূর্তকে স্মরণীয় করে তোলেন।
দায়িত্ব পালনের মাত্র দশ মাস দুই দিনে তার মানবিকতা, কর্মদক্ষতা ও বাস্তবসম্মত পদক্ষেপ তাকে ‘মানবিক ডিসি’ হিসেবে সর্বমহলে পরিচিত করে তুলেছিল।
চেম্বার ও বিকেএমইএ’র সদস্যরা বলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সবার কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। সংকট দেখা দিলে ছুটে যাওয়া, মানুষের কথা শোনা, সমস্যা সমাধানে আন্তরিক প্রয়াস- এসবই তাঁকে সবার হৃদয়ে স্থান করে দিয়েছিল। বদলির খবরে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এমন মানবিক গুণসম্পন্ন ডিসিকে ভুলে যাওয়া কঠিন। তার সততা ও নিষ্ঠা অনুকরণীয়।
এসময় উপস্থিত ছিলেন, মো. মোরশেদ সারোয়ার সোহেল, মোহাম্মদ আবু জাফর, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক সহ অন্যান্যরা।