তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রনি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করছেন, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি।

‎শনিবার (১৫ই নভেম্বর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে শুরু করে গণসংযোগটি ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় মশিউর রহমান রনি বলেন, আমি দীর্ঘ ১৭ বছর আপনাদের পাশে ছিলাম পাশে থেকে দলের জন্য কাজ করেছি। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য আমরা এখনো প্রস্তুত আছি। আমার নেতা তারেক রহমান যদি বলে যে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আমি সেটা করার জন্য সর্বদাই প্রস্তুত আছি।

রনি আরও বলেন, আমরা অনেকবার জেলে গিয়েছি, জেল থেকে বেরিয়ে এসে আবার রাজপথে ছিলাম। যারা রাজপথে থেকে রাজনীতি করেন তারা কখনো জেলকে ভয় পায় না। তারা মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে নামার জন্য সবসময় প্রস্তুত থাকে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সবসময় নিজের জীবন বাজি রেখে জীবন দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত।

নারায়ণগঞ্জ-৪ আসনের হেভিওয়েট প্রার্থী মশিউর রহমান রনি’র নেতৃত্বে এসময় ফতুল্লা থানা এলাকার প্রতিটি ঘরে গিয়ে তিনি বিএনপির ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলছেন। তৃণমূল পর্যায়ে বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংহত রাখতেও কাজ করে যাচ্ছেন তিনি । জনবান্ধব এই নেতাকেই আগামী নির্বাচনে দল মনোনয়ন দেবে বলে বিশ্বাস করেন কর্মী-সমর্থকরা।

‎এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এড. আলমগীর, আজাদ, জাহাঙ্গীর, জিলানী, কায়েস আহমেদ পল্লব, মেহেদী হাসান দোলন ও জুম্মন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *