দৈনিক তালাশ ডটকমঃ প্রতিনিধি মোঃ শাহরুখ খান: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নে বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর বর্ধিত সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর ঢল নেমেছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সল্লা প্রামাণিক মার্কেটের রাইচ মিল মাঠ প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল মামুন প্রামাণিক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল হক আয়নাল।
প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ টিটো বলেন, “দলের তৃণমূলকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধৈর্য ধারণ করাই এখন আমাদের বড় দায়িত্ব।”
তিনি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ইঙ্গিত করে আরও বলেন, “চাচা, কালিহাতী এখন শান্ত আছে—অশান্তি সৃষ্টি করতে আসবেন না।”
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, সল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, প্রচার সম্পাদক এম জাকারিয়া প্রমুখ।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ বর্ধিত সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও বেনজির আহমেদ টিটোর এমন শক্তিশালী মাঠ জমায়েত কালিহাতী বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।