দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের মিশনপাড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন প্রত্যাখ্যান করেছে জনগণ। লকডাউন প্রত্যাখ্যান করে তারা রাজপথে নেমে আসে।
বুধবার (১২ নভেম্বর) রাতে মিশনপাড়া এলাকার সাধারণ জনগণ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাতে লাঠি নিয়ে নারী-পুরুষ সকলেই মাঠে নামে।
এসময় গণমাধ্যমকর্মীদের তারা জানান, আমরা আর ফ্যাসিবাদীদের হাতে জিম্মি হতে চাইনা৷ তাদের ডাকা অবৈধ লকডাউন আমরা প্রত্যাখান করে জানমালের নিরাপত্তার স্বার্থে মাঠে নেমেছি।
এসময় একটি বিক্ষোভ মিছিল মিশনপাড়া মোড় থেকে বের হয।এসময়, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জিসান সুরাইয়া সহ সর্বসাধারন জনগন উপস্থিত ছিলেন।