কালিহাতীতে হারানো Redmi মোবাইল উদ্ধার মালিকের প্রতিনিধির নিকট হস্তান্তর

দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইল জেলাধীন কালিহাতী থানায় জিডি করা হারানো Redmi Note13 মোবাইল তথ‍্য প্রযুক্তির মাধ‍্যমে উদ্ধার। মঙ্গলবার (২০ মে) বিকেল চারটায় কালহাতী থানা প্রাঙ্গনে ওসি তদন্ত মোঃ শরিফুল ইসলাম ও তদন্তকারী অফিসার এ এস আই মোহাম্মদ রেজাউল করিম এ উদ্ধারকৃত মোবাইলটি হস্তান্তর করেন। উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারি আবেদনকারী মাহবুবা হক তার পিতামাতাসহ তার নানার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাংড়া গ্রামে বেড়াতে আসলে যে কোন মুহূর্তে এই মোবাইলটি হারিয়ে যায়। গত ১০ মার্চ ঢাকার খিলক্ষেত থানায় এ ব‍্যাপারে জিডি করেন। জিডি নং ৬০৭। জিডির ইনফরমেশন সংশ্লিষ্ট কালিহাতী থানায় পাঠালে তথ‍্য প্রযুক্তির মাধ্যমে তদন্তকারী অফিসার এ এস আই মো. রেজাউল করিম কালিহাতীর নারান্দিয়া থেকে এ মোবাইলটি উদ্ধার করেন। মোবাইলের মালিক ঢাকায় বসবাস করেন তাই তার মামা সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের জিম্মায় কালিহাতী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম সংশ্লিষ্ট মোবাইল হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *