দৈনিক তালাশ ডটকমঃরিপোর্ট মাসুদ রানার ক্যামেরায়, শাহ আলম: সোমবার ১৯ মে ২০২৫ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল দাসপাড়া গ্রামে দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে প্রান্তিক জনপদের জমিতে কোরিয়ান ডিপের পল্লী বিদ্যুতের ছয়টি ট্রান্সফরমার খুলে ভিতরের তামার যন্ত্রাংশ চুরি করে নির্বিঘ্নে চলে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান প্রতিনিয়ত এই এলাকায় এমন ঘটনা ঘটে চলেছে।প্রশাসনের হস্তক্ষেপ করেও কাজ হচ্ছে না।এমন অবস্থায় অনেক কৃষকের মাথায় হাত।
রাত অনুমান ৩ টার দিকে দুর্বৃত্তরা ট্রান্সফরমারের তামার কয়েল সহ দামী যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। ভুক্তভোগী কৃষক জনতা এই দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।