প্রিয় আইএসপি ভাই ও সহযোদ্ধারা

দৈনিক তালাশ ডটকমঃ আইএসপিএবি নির্বাচন ২০২৫- ২০২৭ এ আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি।

নির্বাচনের ফলাফল আমার অনুকূলে না এলেও, এই যাত্রায় আপনাদের ভালোবাসা, সমর্থন ও দিকনির্দেশনা আমাকে অনুপ্রাণিত করেছে।

এই প্রক্রিয়ায় যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা।

আর যারা আমাকে ভোট দেননি, তাদের প্রতিও আমার সমান শ্রদ্ধা, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েই মত প্রকাশ করেছি।

নির্বাচিতদের জন্য রইলো আন্তরিক শুভকামনা। আপনাদের কাছে প্রত্যাশা, আপনারা যেন থানা ও জেলা লাইসেন্সধারী আইএসপিদের স্বার্থ রক্ষায় নীতিনির্ধারণী পর্যায়ে সাহসিকতার সঙ্গে ওকালতি করেন এবং প্রয়োজনে আন্দোলনমুখী অবস্থান গ্রহণে পিছপা না হন।

থানা, জেলা লাইসেন্সিদের ব্যবসা ও লাইসেন্স সুরক্ষার জন্য দূরদর্শিতা ও দায়িত্বশীল নেতৃত্ব আজ সময়ের দাবি।

আমি সবসময় ভালো কিছুর পক্ষে, গঠনমূলক চিন্তার পক্ষে এবং এই শিল্পের সম্মান ও নিরাপত্তার পক্ষে।

ইনশাআল্লাহ, সামনে থেকেও অথবা পেছন থেকেও আমি থাকবো আইএসপি ইন্ডাস্ট্রির ন্যায্যতা ও উন্নয়নের পক্ষে কথা বলার ও কাজ করার জন্য।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা সহ,

তারিক হাসান তুর্য
স্বতন্ত্র প্রার্থী
আইএসপিএবি নির্বাচন ২০২৫–২০২৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *