সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ থেকে শাহ আলম: বৃহস্পতিবার ১৪ মে২০২৫ সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের হল রুমে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী প্রান্তিক কৃষক কৃষাণীদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা। ২০২৪-২৫ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এর মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় । এই প্রশিক্ষণে প্রান্তিক কৃষক কৃষাণী তাদের কৃষির মান উন্নয়ন কল্পে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত চাষাবাদ বিষয়ে জ্ঞান লাভ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ আনোয়ার সাদাত এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় হাতে কলমে প্রশিক্ষণ দেন পর্যায়ক্রমে : কৃষিবিদ জনাব মোঃ মশকর আলী অতিরিক্ত উপ পরিচালক (শস্য) উপ-পরিচালকের কার্যালয় সিরাজগঞ্জ,

ফাতেমা আক্তার কৃষি প্রকৌশলী উপ পরিচালকের কার্যালয় সিরাজগঞ্জ, শর্মিষ্ঠা সেনগুপ্ত অতিরিক্ত কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস সিরাজগঞ্জ সদর উপজেলা, কৃষিবিদ মারুফা আক্তার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপজেলা কৃষি অফিস সিরাজগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *