যৌথ অভিযানে মানবপাচারের এজাহারনামীয় আসামী গ্রেফতার

দৈনিক তালাশ ডটকমঃ সিপিসি -১ র‌্যাব- ১৪ ক্যাম্প সিপিএসসি র‍্যাব-ন৩ ঢাকা কর্তৃক যৌথ অভিযানে এজাহারনামীয় আসামী মোঃআব্দুল্লাহ আল ওমর ফারুক (৪৫) কে গ্রেফতার
বাদীর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে,গত ০৭/০২/২৫ তারিখ বেলা অনুমান ১২:৩০ ঘটিকায় বনশ্রী, রামপুরা ঢাকায় বাদীর ভাইকে লাওস ভিসা প্রদান করে ০৫ (পাঁচ) লক্ষ টাকা বিনিময়ে স্বর্ণের খনিতে কাজ করার প্রস্তাব দেয়।

পরবর্তীতে বাদীর চাচাতো ভাইকে লাওস পাঠায়।

এক পর্যায়ে বাদী জানতে পারে তার চাচাতো ভাইকে লাওস নিয়ে  মাফিয়াদের কাছে  বিক্রিসহ দাসত্ব মূলক শ্রম এবং নিপীড়নের বাধ্য করেছে। আসামিগণ ভিকটিমকে ফেরত দেওয়ার কথা বলে পুনরায় টাকা দাবি করে।
এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে বাদী কে মেরে ফেলার হুমকি দেয়।
এ ঘটনায় মোঃ আজিজুল হক (৪৩) বাদী হয়ে বিজ্ঞ আদালতে মানবপাচার প্রতিরোধ আইনে অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে অফিসার-ইন-চার্জ, ডিএমপি ঢাকা জেলার রামপুরা থানার মামলা নং-৩৯, তারিখঃ ২৬/০৩/২০২৫ ইং, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ আইনের ৭/৮/৯/১০/১১/১২ একটি  মামলা রুজু করেন।
এরপর সিপিএসসি, র‍্যাব-৩, শাহজাহানপুর, ঢাকা ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।
২।নএরই প্রেক্ষিতে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ও সিপিএসসি, র‍্যাব-৩, শাহজাহানপুর, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ১২ মে ২০২৫ খ্রি. তারিখ সময় রাত অনুমান ২১:৪৫ ঘটিকায় জামালপুর জেলার মেলান্দহ থানাধীন গোবিন্দগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপি ঢাকা জেলার রামপুরা থানার মানব পাচার প্রতিরোধ আইনে মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃআব্দুল্লাহ আল ওমর ফারুক (৪৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য ডিএমপি ঢাকা জেলার রামপুরা থানায় হস্তান্তর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *