না.গঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আড়াই কোটি টাকা বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে সি ক্যাটাগরির আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় অনুদানের চেক ও শহীদদের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করেছে জেলা প্রশাসন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে নিজ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চেক ও সঞ্চয়পত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় জেলার সি ক্যাটাগরির আহত ২১২ জন যোদ্ধাকে এককালীন ১ লাখ টাকা করে মোট ২ কোটি ১২ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া চার শহীদ পরিবারকে দশ লক্ষ টাকা মূল্যমানের চল্লিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়।

অনুষ্ঠানে সবার সমঅধিকার নিশ্চিত করতে তরুণদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রশাসনের পদক্ষেপগুলো অব্যাহত রাখার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তাঁদের সাহসিকতা, আত্মত্যাগ ও অদম্য চেতনা আমাদের জাতি পুনর্গঠনের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, এই যোদ্ধাদের সাহসিকতা দিয়েই গড়ে উঠবে একটি নতুন উদ্ভাসিত বাংলাদেশ।’

জেলা প্রশাসনের সেবামূলক কাজগুলোতে সহযোগিতার জন্য নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ, রাজনীতিবিদ ও সাংবাদিকসহ সর্বস্তরের পেশাজীবি মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির যাত্রায় আমরা তরুণ সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করি। সম্মিলিত প্রচেষ্টাই গড়েবিলো একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রগতিশীল নারায়ণগঞ্জ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও তাদের পরিবার, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *