বন্দরে যুবককে কুপিয়ে হত্যা মামলায় র‍্যাব-১১ এর অভিযানে আসামী গ্রেফতার

দৈনিক তালাশ ডটকমঃ ১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৭২ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ১০৫ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৭ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৩ জন গ্রেফতারসহ ৮৫ টি অস্ত্র, ১২৮৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৫৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‍্যাব-১১। পাশাপাশি ৪২ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৪ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৬৫ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ০৬ এপ্রিল ২০২৫ তারিখ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সেনপাড়া সাকিনস্থ তিন রাস্তার মোড় এবং জনৈক সফিকুল এর বসত বাড়ির বিপরীতে বরিশাইল্লার নির্মানাধীন বাড়ির ছাদের উপর ও পাশ্ববর্তী সরকারি জমির উপর পূর্বপাশে দ্বন্দ্বের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৮, তারিখ- ০৭ এপ্রিল ২০২৫ ইং ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের কে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

৩। ঘটনা সূত্র ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, ভিকটিম নিহত মোঃ রনি মোল্ল্যা (৩২) বন্দর থানাধীন ১নং মাধবপাশা এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার ৩০ মাস পূর্বে বন্দর থানাধীন ১নং মাধবপাশা বড় জামে মসজিদের বাথরুমের তালা ভাঙ্গাকে কেন্দ্র করে এজাহারে উল্লেখিত আসামিদের সাথে ভিকটিমের বিরোধ শুরু হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে এজাহারনামীয় ৫নং আসামির হুকুমে অপরাপর আসামিগন ভিকটিমকে ঘটনার পূর্বে মারপিট করে। পরবর্তীতে ইং ০৬/০৪/২০২৫ইং তারিখ ভিকটিম রনি মোল্ল্যা তার নিজ বাড়ি হতে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গাড়িতে উঠার জন্য মদনপুর যাওয়ার পথে বিকাল ০৫:৫৫ ঘটিকার সময় বন্দর থানাধীন সেনপাড়া তিন রাস্তার মোড়ে পৌঁছামাত্র সকল আসামীগন তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে ভিকটিমের চলার পথ আটকিয়ে এজাহারনামীয় ৫, ৬ ও ৭ নং আসামীদের হুকুমে ১,২,৩ ও ৪ নং আসামীসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা ভিকটিমকে মারপিট করতে করতে একই তারিখ বিকাল ০৬:০৫ ঘটিকার সময় বন্দর থানাধীন সেনপাড়া সাকিনস্থ জনৈক সফিকুল এর বসত বাড়ির অপজিটে বরিশাইল্লার নির্মানাধীন বাড়ির ছাদের উপর নিয়ে উক্ত আসামীরা একই উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ভিকটিমের মাথার ডান পাশে ১টি, মাথার বাম পাশে ২টি, বাম চোখের উপরে ১টি, গলার ডান পাশে ৩টি, গলার নিচে, বুকের বাম পাশে, বাম হাতের চেনার নিচে ৪টি, বাম হাতে ৭টি, পিটের নিচে ৬টি পেটের বাম পাশে, পায়ের হাটুর নিচে সহ শরীরের বিভিন্নস্থানে কাটা রক্তাক্ত জখম করতঃ মৃত্যু নিশ্চিত করে ভিকটিমের মৃতদেহ পার্শ্ববর্তী সরকারি জমির ভিতর ফেলে দিয়ে যে যার মত চলে যায়। ভিকটিমের স্ত্রী লোকমুখে ঘটনার সংবাদ পেয়ে লোকজন সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নারায়নগঞ্জ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করে। ঘটনার বিষয়ে বন্দর থানা পুলিশকে অবহিত করলে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহ ময়না তদন্ত করার জন্য মর্গে পাঠায়। পরে উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ০৭ জন আসামীসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামির বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৮, তারিখ ০৭/০৪/২০২৫; ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলাটি রুজু হওয়ার পর থেকে পলাতক আসামীদের কে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে।

৪। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ০২ নং পলাতক আসামি সুমন (৪০), পিতা- হবি মিয়া, সাং-সেনপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগাঁও মধ্যপাড়া এলাকা হতে অদ্য ইং ২৮ এপ্রিল ২০২৫ তারিখ ১৬.৩০ ঘটিকায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

৫। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *