দৈনিক তালাশ ডটকমঃ ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল অদ্য ২৬ এপ্রিল ২০২৫খ্রি. নরসিংদী সদরের বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে রায়পুরা থানার অন্তর্গত বাঁশগাড়ী এলাকায় পল্লী চিকিৎসক (আবদুল্লাহ) কে কুপিয়ে হত্যা এর মামলা নং-০২, তারিখ-০৪/১১/২০২৪খ্রি.,ধারা-১৪৩/১৪৮/৪৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় দীর্ঘ দিনের পলাতক প্রধান (০১নং) আসামি এরশাদ মিয়া (৩৫), পিতা- মৃত মালেক মোল্লা, সাং-দিঘলিয়াকান্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামি মামলা রুজুর পর হতে আত্বোগোপনে ছিল। উল্লেখিত মামলার এজাহার থেকে জানা যায় যে, এলাকার আধিপত্য বিস্তারের জের ধরে গত ০১/১১/২০২৪খ্রি. তারিখ রাত অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় এজাহার নামীয় ১২জন এবং অজ্ঞাত ৫/৬জন আসামি রায়পুরা থানাধীন দিগলিয়াকান্দি সাকিনস্থ বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাটমিন্টন খেলা দেখতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে বাদী রাসেল মিয়া এর ছোট ভাই সজিব মিয়াকে ০৩ নং আসামি আনোয়ার আনু এলোপাথারি কিল-ঘুষি মেরে জখম করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ১নং আসামি এরশাদ মিয়া তার সহযোগী আসামিদের সাথে নিয়ে লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা বাদীর পিতা পল্লী চিকিৎসক আব্দুল্লাহ’কে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ এর মৃত্যু হয়। গ্রেফতারকৃত আসামিকে অফিসার ইনচার্জ, রায়পুরা থানার নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।