সোনারগাঁয়ে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে যুবদল নেতা রাসেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানার নেতৃত্বে।

সোমবার ২১ এপ্রিল ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় কিউট কোম্পানির সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরই এর প্রতিবাদে একই স্থানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা যুগ্ম আহ্বায়ক রাসেল রানার নেতৃত্ব বিক্ষোভ মিছিল করেন। 
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় রাসেল রানা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা প্রাণ নিয়ে দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা কিন্তু এখনো রয়েছে। দেশের অবস্থা পুনরায় অস্থিতিশীল করার জন্য গুটি কয়েক লোক নিয়ে কাঁচপুর এলাকার কিউট কোম্পানির সামনে নামে মাত্র মিছিল করে। কিন্তু আমরা বিএনপির নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জ তথা সোনারগাঁয়ে এ ধরনের কর্মকাণ্ড আর সহ্য করবো না।
প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনার ভিডিও ফুটেজ দেখে এ সন্ত্রাসীদের বিরুদ্ধে অনুগ্রহ করে ব্যবস্থা গ্রহণ করেন। অন্যথায় তাদের প্রতিরোধ করতে আমরাই যথেষ্ট।

উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন, আনারুল, বাবুল, কাঁচপুর ইউনিয়ন যুবদল নেতা সেলিম, আকাশ, নাদিম, গোলজার, মিজান, সাইদুল, মাহফুজ, ছাত্রদল নেতা আলিফ, ১নং ওয়ার্ড শ্রমিকদল নেতা শিশুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *