দীর্ঘদিন ধরেই ছয় দফা দাবিতে নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল

দৈনিক তালাশ ডটকমঃ নওগাঁ জেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার: দীর্ঘদিন ধরেই ছয় দফা দাবিতে আন্দোলন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এখনও মন্ত্রণালয়ের পক্ষ কোনো স্পষ্ট উদ্যোগও দেখা যায়নি।

যৌক্তিক দাবিগুলোকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। যতই নাটক মঞ্চায়িত করা হোক না কেন আন্দোলনের মাধ্যমে দাবি পূরণ করেই ছাত্ররা ক্লাসরুমে ফিরবে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ছয় দফা দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এক সমাবেশে এসব কথা বলেন।

এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টায় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে আসেন। পরে সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সমাবেশ আসেন তারা।

সমাবেশে ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’, ‘তেরোর হাতিয়া, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’ ‘এক হও, এক হও, পলিটেকনিক এক হও’ ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’ ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘শিক্ষার্থীদের হামলা কেন, প্রশাসন জবাব দাও’সহ নানা স্লোগানে দেন শিক্ষার্থীরা।কম্পিউটার টেকনোলজি বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী কৌশিক সিদ্দিকী সাব্বির বলেন, আমাদের ৬ দফা দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করা কথা বলে ডেকে নিয়ে গিয়ে একটি নাটক মঞ্চায়িত করা হয়।

মূলত তারা আমাদের ব্লকের কর্মসূচি ঠেকাতে এই ধরনের নাটক করে। তারপরও তারা দুইদিন সময় নিয়েও আমাদের দাবি পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। তাই দ্রুত দাবিগুলো পূরণ করা না হলে সারাদেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনোলজি বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী রাজিবুল হক রোজ বলেন, আমাদের ৬ দফা মেনে নেওয়া না হলে কারিগরি শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক। আর আমাদের দাবি মানা না হলে লংমার্চ টু ঢাকা কর্মসূচির মধ্যে দিয়ে কারিগরি অধিদফতর ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় তালা দেওয়া হবে। এমনকি হাইকোর্ট তালাবদ্ধ করে দেওয়ার কথা বলেন।
নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *