দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইলের মির্জাপুরে কুর্নিতে রাত আনুমানিক ১০ঃ৩০ টেক্সটাইল ইঞ্জিনিয়ার মঈনের হোন্ডা ছিনতাই। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১০ঃ৩০ গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে অফিস শেষে সুজুকি জিগজাগ এফআই হোন্ডা নিয়ে মির্জাপুরের পাকুল্লায় নিজ বাসায় ফেরার পথে এ ছিনতাই এর ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, মির্জাপুরের কুর্নির কাছাকাছি আসা মাত্র একটি হোন্ডা তাকে ফলো করে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার মনির তা বুঝতে পেরে গাড়ির গতি বাড়িয়ে দেয় কিন্তু সামনে ট্রাক থাকায় স্লো করতে বাধ্য হয়। ছিনতাইকারী রানিং অবস্থায় মইনের হাতে এবং পায়ে ছুরি আঘাত করে। ফলে মইন হোন্ডা থামাতে বাধ্য হয়। হোন্ডা থামা মাত্র মইনের কাছ থেকে হোন্ডাসহ মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। উল্লেখ্য মানিব্যাগে তার অফিসিয়াল পরিচয়পত্র ছিল। আহত মইন অন্য একটি ট্রাকে সিগন্যাল দিয়ে রক্তক্ষরণ অবস্থায় হাত চেপে ধরে জামুর্কী সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি হয় এবং তার অভিভাবককে জানায়। এ ব্যাপারে মইনের মামা জাতীয় পত্রিকার কালিহাতীর প্রতিনিধি সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ কালিহাতীর অফিসার ইনচার্জ
(ওসি)র মাধ্যমে মির্জাপুরের ওসিকে অবহিত করেন। সাংবাদিক মহসীন নিজেও মির্জাপুরের অফিসার ইনচার্জ (ওসি)র সাথে কথা বলেন। মির্জাপুরের অফিসার ইনচার্জ (ওসি) তিনি বিষয়টা দ্রুত দেখবেন বলে আশ্বাস দেন।