বাগমারায় লাহার আলী হাফেজিয়া ক্বারিয়ানা ও এতিমখানা মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প

দৈনিক তালাশ ডটকমঃ বাগমারা প্রতিনিধি আলমগীর হোসেন: রাজশাহী বাগমারায় ৫ নং আউচপাড়া ইউনিয়ান ৪ নং ওয়ার্ডের সারন্দী শিয়ালী লাহার আলী হাফেজিয়া ক্বারিয়ানা ও এতিমখানা মাদ্রসায় ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়।উক্ত মাদ্রসার রুমে রুগী দেখার জন্য ভিতরে দুইটি ক্যাম্প ও মাদ্রসার বাহির  মাঠে একটি ক্যাম্প মোট তিন টি ক্যাম্প করে রুগী দেখার আয়োজন করা হয়। ১ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৩ টা থেকে  রাত্রি ৯টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বাগমারার কৃতিসন্তান, শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মো: আলমগীর হোসেন ও তার সহকর্মীরা।ডাঃ মোঃ মুনএম হোসেন এমবিবিএস(আর এম ইউ)এসিএম ইউ আল্ট্রা) জেনারেল মিউজিশিয়ান মেডিসিন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী রোগী দেখেন ডাঃ ফারজানা (ববি) এমবিবিএস ( আর এম ইউ এসিএমইউ আল্ট্রা)ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী রোগী দেখেন এই বিভিন্ন এলাকার।সারন্দী শিয়ালি তকিপুর অমপাড়া সহ আশে পাশের এলাকার ২৫০  শতাধিক গরীব অসহায়  মানুষ বিনা পয়সায় চিকিৎসা সেবা গ্রহন করে। এমন উদ্যোগ সামনে আরও দেখতে চান এলাকার গরীব অসহায় মানুষেরা।অনেক অসহায় দরিদ্র রোগীর সাথে কথা বললে। তারা বলে ঈদে যেমন গরিব মানুষেরা আনন্দ পাই।ফ্রি চিকিৎসা পেয়ে আমরা তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি অনেক অসহায় গরিব মানুষ ও রোগীর সাথে কথা বললে  মনে হয় কোন দিন এমবিবিএস ডাক্তার দেখেন নাই। ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন  ডাঃ আলমগীর হোসেন সার্বিক ব্যবস্থাপনায়  ইঞ্জিনিয়ার আলিফ আলি  অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালনায় হাফেজ মাওঃ মোঃ আমজাদ হোসেন  মাহতামিম  অত্র মাদ্রাসা   আরো উপস্থিত ছিলেন   হাট গাঙ্গোপাড়া কারিগরি হাই স্কুলের প্রধান শিক্ষক আবু আব্দুল্লাহ মোঃ আসাদুল্লাহ।এ সময় আরও উপস্থিত অধ্যাপক মোঃ আইনুল হক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  বাগমারা আরো উপস্থিত ছিলেন শরিয়ত উল্লাহ সজীব  উপস্থিত  ছিলেন,লাহার আলী হাফিজিয়া মাদ্রাসার জমি দাতা দুলাল হোসেন উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের  কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসাইন উপস্থিত ছিলেন আশিক উপস্থিত ছিলেন রায়হান সরকার সোহেল রানা অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *