কালিহাতীতে শতভাগ নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন

দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইলের কালিহাতীতে শতভাগ নকলমুক্ত, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার দুইটি কেন্দ্র—কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজে—মোট ১,২৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিল মাত্র ৭ জন। ফলে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,২৯১ জন।

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান তালুকদার এবং সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পারখী মনির উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চন্দ।

পরীক্ষার পরিবেশ সম্পর্কে পরীক্ষার্থীরা জানায়, তারা একদম শান্তিপূর্ণ ও মনোযোগী পরিবেশে পরীক্ষা দিতে পেরেছে। প্রশ্নের মানও ভালো ছিল এবং পাঠ্য বই ভিত্তিক হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছে। অনেকেই মনে করেন, এমন পরিবেশে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে দেয় এবং প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সরাসরি তত্ত্বাবধানে প্রতিটি উপজেলার ইউএনও, এসিল্যান্ড এবং আইন শৃঙ্খলা বাহিনী যথার্থভাবে দায়িত্ব পালন করেছেন। তাদের সার্বিক সহযোগিতায় জেলা জুড়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সারাদেশে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজারেরও বেশি। এর মধ্যে টাঙ্গাইল জেলায় ১২টি উপজেলার মোট পরীক্ষার্থী সংখ্যা ৪৮,২৩৩ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩৬,৭৯৩ জন, দাখিল ৬,৫৮৮ জন, এসএসসি (ভোকেশনাল) ৪,৮০০ জন এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী রয়েছেন ৫২ জন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, কঠোর নজরদারি, নিরবচ্ছিন্ন তদারকি এবং অভিভাবক ও শিক্ষকদের সচেতনতায় এবার নকলমুক্ত পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *