কাটাখালী আধুনিক মানের পরিবেশবান্ধব বায়োগ্যাস প্লান্ট ও স্টেশন স্থান নির্ধারণ করে পৌর প্রশাসক

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলম: সিরাজগঞ্জ কাটাখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি সিরাজগঞ্জ বাসীর দীর্ঘ দিনের। শহরের কিছু অ-সচেতন জনগণ পৌরসভার নানা মুখী প্রচার প্রচারণা সত্বেও ময়লা আবর্জনা ফেলে প্রতিনিয়ত কাটাখালি খাল কে, ময়লার ডাস্টবিনে পরিণত করে চলেছেন। ফলে কাটাখালি খাল কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভা কর্তৃপক্ষ নতুন কর্মসূচি হাতে নিয়েছেন। মঙ্গলবার ০৮-এপ্রিল ২০২৫ দুপুর ১২.৩০ ঘটিকায় পৌরসভার সুযোগ্য প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে সিরাজগঞ্জ পৌরসভার চলমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত, ইসলামি উন্নয়ন ব্যাংক এর সহায়তায়,পৌর এলাকার পিটিআই মোড়ের কাটাখালী দোয়াতবাড়ী মোড়ে ময়লা ও পয়- নিষ্কাশন : পরিষ্কার পরিচ্ছন্নতা, আধুনিক মানের বায়োগ্যাস প্লান্ট স্থাপন, ও সেকেন্ডারি স্টেশন এর স্থান নির্ধারণ করে গেলেন। ইহা একটি পরিবেশ বান্ধব, দুর্গন্ধ ছড়াবে না। এসময় স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট এলাকাবাসী উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক মহোদয় বলেন, যে সমস্ত বাড়িঘর বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও সেকেন্ডারি স্টেশনের আওতায় পড়বে, তাদেরকে পুনর্বাসন করতে যথাযথ সহায়তা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন : পৌরনির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম, ডা: এ কে এম ফরহাদ হোসাইন, নির্বাহী প্রকৌশলী মোঃ নূরনবী, টাউন প্লানার মোঃ আনিছুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান, প্রমুখ:।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *