দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিট এক মহতী উদ্যোগের অংশ হিসেবে ভর্তা হাসনা মোকছেদ নুরানীয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের সঙ্গে ইফতার আয়োজন করেছে।
রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উক্ত মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব সরকার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রো রেল প্রকল্পের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সজীব এবং ড্রিম ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক নূর হোসাইন সিকদার নিবির। এছাড়াও টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য মোঃ মনির হোসেন এবং কালিহাতী ইউনিটের সদস্য মোহাম্মদ বাবলু মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠানে অত্র এতিমখানা ও মাদরাসার মুহতামীম মাওলানা মোহাম্মদ শরিফুল ইসলাম এক গগনবিদারী ও হৃদয়স্পর্শী মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে জাতির কল্যাণ, দেশ ও জাতির উন্নয়ন এবং এতিম শিশুদের মঙ্গল কামনা করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের এ মহৎ উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।