সিরাজগঞ্জে টেকনিশিয়ানদের বকেয়া বেতন পরিশোধ ও রাজস্ব করন দাবিতে মানববন্ধ

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলম: সিরাজগঞ্জে এ.আই,টেকনিশিয়ান বাংলাদেশ প্রাণিসম্পদ কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বকেয়া বেতন ভাতা পরিশোধ ও রাজস্ব করনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ২৩ মার্চ২০২৫.)  সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল হোসেন, ক্যাশিয়ার মাফিকুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তাগণ বলেন, প্রাণি সম্পদদের অধীনে এ,আই, টেকনিশিয়ান প্রকল্পে প্রাণিসম্পদে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতায় দীর্ঘ ২৭ বছর যাবৎ করে আসছি। যদিও গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ বছর চাকুরী করার পর বেতনভুক্ত করা হয় কিন্তু অনেকের চাকরির বয়স ২৭ বছর হয়েছে কিন্তু বেতনভুক্ত করা হয় নাই। এতে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমাদের , যার কারনে উৎপাদন ক্ষমতা অনেক গুনে বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *