ঝিনাইগাতীতে ১০ কিলো সড়ক সংস্কারে হাজারো মানুষের দুর্ভোগের অবসান

দৈনিক তালাশ ডটকমঃ শেরপুর প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন: শেরপুরের ঝিনাই গাতীতে ১০ কিলোমিটার সড়ক মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে। ২ মার্চ কাজটি শুরু হয়। শেরপুরের সড়কও জনপদ বিভাগ ও ঠিকাদার প্রতিষ্ঠান বলেছেন ১ সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। এতে এ সড়কে যাতায়াতকারি হাজারো মানুষের দুর্ভোগের অবসান হলো। জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার কোয়ারিরোড থেকে ঝিনাইগাতী উপজেলা সদর পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার সওজের সড়ক দীর্ঘদিন ধরে যানচলাচলের অনুপযোগী অবস্থায় ছিল। ফলে এ সড়কে যাতায়াতকারি যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সম্প্রতি সড়কটি সংস্কার কাজ হাতে নেয় সরকার। কোটি টাকার উপরে ব্যয়ে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারও নিয়োগ দেয়া হয়।

টাংগাইলের মেসার্স ভুইয়া কনাক্ট্রাশনের স্বত্বাধিকারী গোপালপুরের কাজি লিয়াকত কাজটি পান।
২ মার্চ থেকে শুরু হয়ে নির্মান কাজ। দ্রুত এগিয়ে চলছে সংস্থার কাজ। শেরপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো,শাকিরুল ইসলামের সরাসরি তদারকিতেই চলছে সংস্কার কাজ। নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম ও ঠিকাদার কাজী লিয়াকত বলেন ১ সপ্তাহের মধ্যে সড়ক সংস্কার কাজ সম্পুর্ণ হবে। আর এ সড়ক সংস্কার হওয়ায় সড়কে যাতায়াতকারি হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।তাং- ২২/০৩/২৫ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *