চরকাশিপুর সমাজ কল্যান সংসদ ও দাফন কমিটির সভাপতি উদ্যোগে ইফতার

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ ফতুল্লা থানার চরকাশিপুর সমাজ কল্যান সংসদ এবং দাফন কাফন কমিটির সভাপতি মো: কাওছার আহমেদ সুজনের সভাপতিত্বে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।

১৪ মার্চ শুক্রবার ফতুল্লা থানার চর কাশিপুর সমাজ কল্যান সংসদের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাফন কমিটির সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহমেদ বলেন, পবিত্র মাহে রমজানের   এই মাগফেরাত এর সময়। ইফতারির পূর্ব মূহুর্তে আমরা একটি আত্ম মানবতার সেবায়, সমাজ কল্যান সংসদের উদ্যোগে প্রক্রিয়াধীন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এইজন্য  আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। এবং মহান আল্লাহ পাক তাদেরকে, যারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্যমি উদ্যোগ নিয়েছেন। তার যেন ঐক্য বদ্ধভাবে  দায়িত্ব সম্পূর্ণ করতে পারেন সেই কামনা করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, যুবদলের নেতা মোঃ শাজাহান, যুবদল নেতা মামা রিপন, কাশিপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ সভাপতি নুর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *