দৈনিক তালাশ ডটকমঃ মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে রূপগঞ্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিশুর প্রতি এমন বর্বর আচরণ সমাজের অবক্ষয়ের চরম উদাহরণ। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একটি শিশুর ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে, দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। গুলনাহার বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য আন্দোলন চালিয়ে যাব। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মিছিলে ছাত্রদলের নেতারা স্লোগান ধরে রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘তুমি কে আমি কে আসিয়া আসিয়া’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না আর না আর না’ এসব স্লোগান দেন।
এই সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিমেল দেওয়ান, ১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি পাভেল বেপারী, ১ নং ওয়ার্ড যুবদল নেতা শুভ বেপারী,২ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি জয় সরকার,২ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক জয়েন সেক্রেটারি মানিক মিয়া, ২ নং ওয়ার্ডের সাবে সহ-সভাপতি শাওন সরকার।