দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় সম্পত্তির লোভে ছেলের হাতে ৬৫ বছরের বৃদ্ধা মা নাসিমা আক্তার অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছেলে রাশেদুল হক চৌধুরী সাজুর বিরুদ্ধে তার মা নাসিমা আক্তার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১নং বিবাদী রাশেদুল হক চৌধুরী সাজু (৩৫), ২ নং বিবাদী শহিদুল (৫০) এর প্ররোচনায় সম্পত্তির লোভে পরে আমাদের উপর জোর জুলুম করে আসছে। ১নং বিবাদী সাজু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত আমাকে সহ আমার অন্যান্য সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে এবং মারধরের উদ্দেশ্যে তেরে আসে।
এরই ধারাবাহিকতায় গত ০৮/০৩/২০২৫ইং অনুমানিক দুপুর দেড়টায় উচ্চ আদালতের ইষ্টে অর্ডার/নিষেধাজ্ঞা অমান্য করে তারা ভবনের নীচ তলা দখলের উদ্দেশ্যে প্রাচির নির্মানের কাজ শুরু করে এবং উক্ত কাজে বাঁধা প্রধান করায় বিবাদীদ্বয় আমাদের পরিবারের সকলের সাথে খারাপ আচরণ করে এবং হুমকি ধমকি প্রদান করে।
জানা যায়, রাশেদুল হক চৌধুরী সাজু এর নির্যাতনের শিকার হয়ে বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে তার মা ও পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দিলেও তাঁর ক্ষমতার কাছে সেই অভিযোগগুলো কোন আলোর মুখই দেখেনি। বিগত আওয়ামী লীগ আমলে সকল ধরণের সুবিধা নেওয়া দোসরগোষ্ঠী এখনো সক্রিয়ভাবে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে। বরং এখন তাঁরা নিজেদের পরিচয় দিচ্ছে বিএনপি পন্থী হিসেবে। এযেনো নতুন বোতলে পুরোনো মদ। ২০২২ সালের ১৬ই জানুয়ারী স্বৈরাচার সরকারের সিটি কর্পোরেশন নির্বাচনে “ডা: সেলিনা হায়াত আইভীকে নৌকা মার্কায় ভোট দিন” এর মূল ব্যানার দিয়ে রাশেদুল হক চৌধুরী সাজুর প্রচারে রিয়াজ সুপার মার্কেট সাজানো হয়। এছাড়াও আওয়ামী লীগের আরেক দোসর সাবেক প্যানেল মেয়র ডিস বাবুর সাথেও ছিলো তার সখ্যতা।
খোঁজ নিয়ে আরও জানা যায়, আওয়ামী লীগের আমলে সকল ধরণের সুবিধা নেওয়া এই রাশেদুল হক চৌধুরী সাজু এখন বিএনপির বোল বলা শুরু করেছেন। আওয়ামী লীগের আমলে এই সাজু শামীম ওসমানের ঘনিষ্ঠ সহোযোগি শাহ নিজামের পেশী শক্তির ভয় দেখালেও এখন বিএনপির কিছু নেতৃবৃন্দের ছত্রছায়ায় নিজের অনুকুলে সুবিধা বাগিয়ে নেয়ার তালে পূণরায় সম্পত্তি দখলের পায়তারা করছে। শুধু তাই নয়, বর্তমানে পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে হুমকি ধমকিও দিয়ে হেনাস্থা করার চেষ্টা করে যাচ্ছেন এই রাশেদুল হক চৌধুরী সাজু।
বৃদ্ধা মা নাসিমা আক্তার বলেন, এ কেমন সন্তান পেটে ধরেছিলাম? যে বয়সে আমরা সন্তানের আয় রোজগার খাওয়ার কথা; সেই সময়ে এই বৃদ্ধ বয়সে আমাকে থানা পুলিশ, আদালতে ঘুরে বেড়াতে হচ্ছে। তার মা হয়েও আমি মারধর খাই; এই দুঃখ কোথায় বলব? এটা কি পেটের সন্তানের কাজ! এমন সন্তান আর কাউকে দিও না আল্লাহ! আমরা বিএনপির হাই কমান্ডকে এ বিষয়ে অবগত করেছি। আমাদের প্রত্যাশা তারা অচিরেই এ বিষয়ে ব্যবস্থা নিবেন।