দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ০৬ই মার্চ ২০২৫ অনুষ্ঠিত হলো জেলা ও উপজেলা পর্যায়ে, ও.এম.এস.কার্যক্রম। সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্ত দিক- নির্দেশনা প্রদান ও অংশীজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,জেলা ফুড অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত ডিলার বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জেলা উপজেলায় যে সমস্ত সরকারি বরাদ্দ আসে, সেগুলো প্রান্তিক জনগোষ্ঠীর অবহেলিত মানুষের জন্য। কিন্তু সেগুলো ভুয়া নাম দিয়ে কিছু অ সাধু ডিলার গন, পাচার করে থাকেন। বিগত সরকারের আমলে, টিসিবি পণ্য ভুয়া নাম দিয়ে পাচার করা হয়েছে। এরকম কাজ যেন আর কেউ করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এগুলো গরিব মানুষের হক। রমজান উপলক্ষে টিসিবি পণ্য সুষ্ঠুভাবে বিতরণের নির্দেশ দেন প্রধান অতিথি। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা সমাপ্ত করা হয়।