ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ অস্ত্রসহ দুই সহোদর ভাই গ্রেফতার

দৈনিক তালাশ ডটকমঃ ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ এর ফতুল্লার পাগলা নুরবাগ এলাকা থেকে দুই রাউন্ড তাজা গুলি ও পিস্তলসহ দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩ মার্চ) বিকেল ৩ টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ পুরান সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আদর্শনগরের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাশেদ আহম্মেদ হৃদয় এবং রহিম আহম্মেদ সাগর।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুবপুরের সন্ত্রাসী লিখন বাহিনীর সাথে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে সাগর-হৃদয় গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই সোমবার হৃদয় ও সাগর দলবল নিয়ে অস্ত্রসহ লিখন বাহিনীর উপর হামলা করতে আসে। তবে, লিখন বাহিনী তাদের অস্ত্রসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাগর ও হৃদয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা বালুর ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসা করতো এবং এলাকায় আধিপত্য বিস্তার করতে বিশাল বাহিনী গড়ে তুলেছিল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিল। এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ৬২ এম এম বোরের বিদেশী পিস্তল, দু’রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *