গলাচিপা থেকে পরিত্যক্ত নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

দৈনিক তালাশ ডটকমঃ কবির হোসনে বাবু: নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন গলাচিপা কুড়ি পাড়া মন্দির এর পাশে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার। ২ /৩/২০২৫/ রবিবার আনুমানিক রাত সাড়ে আটটায় গলাচিপা কুড়ি পাড়া মন্দির এর পাশে নবজাতকের মরদেহ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী। এর পরপরই ঘটনাটি গণমাধ্যমকে মুঠোফোনে জানায়, বি এনপি কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও ১৩ নং ওয়ার্ড বি এনপি,কৃষক দলের সভাপতি মো: ফারুক মাল।তিনি জানান এলাকার ছোট ভাই রাকিব আমাকে, ফোন করে বলে কুড়ি পাড়া মন্দির এর পাশে পরিত্যক্ত পলিথিন ব্যাগ থেকে রক্ত বের হচ্ছে আপনি তারাতাড়ি আসেন। তারপর আমি ঘটনা স্থলে গিয়ে দেখি। একটি পলিথিন ব্যাগ থেকে রক্ত বের হচ্ছে। আমি আরও কিছু লোক জরকরে পলিথিন ব্যাগটি খুলি,এবং তার ভিতর একটি নবজাতক শিশুর মরদেহ দেখতে পাই। এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো; শরিফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়া কথা জানায়,এরপর পরই ঘটনা স্থলে ফতুল্লা থানার উপ পরিদর্শক আসরাফ এসে যথাযথ ব্যবস্থা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *