সয়াবিন তেলের দাম বাড়িয়ে বিক্রি মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৩ রি প্রতিষ্ঠানে জরিমানা: ভ্রাম্যমাণ আদালত

দৈনিক তালাশ ডটকমঃ রবিবার (২ মার্চ) সকালে নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজার, ১ নম্বর রেলগেট সংলগ্ন ফলপট্টি বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।এ ছাড়া ২ লিটার বোতলজাত সয়াবিন তেলও সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়। নির্ধারিত মূল্যের অধিক দামে সয়াবিন তেল বিক্রি করায়, মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।সয়াবিন তেল, ইফতার সামগ্রী, কাচাবাজার মনিটরিং করা হয়। ভোজ্যতেল মূল্য ব্রদ্ধির উদ্দেশ্যে বোতলজাত সয়াবিন তেল দোকানে সংরক্ষণ করায় ৫-৬টি দোকানে প্রাপ্ত প্রায় ৬০টি ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৮৫২ (নির্ধারিত মূল্য) টাকা দরে উপস্থিত ক্রেতাদের নিকট লাইন ধরে বিক্রয় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *