দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমরা এমন নেতা নির্বাচিত করব না, যে নেতা তাদের কর্মীদের রেখে শেখ হাসিনার মতন পালিয়ে যাবে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে তাদের কিশোর গ্যাং এবং চোর বাটপার নেতাকর্মীদের এদেশে রেখে গেছে। তারা এখন সারাদেশে চুরি ছিনতাই ডাকাতিসহ সমাজে নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর কিল্লারপুলে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মনিরুল ইসলাম সজল বলেন, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে হবে। মানুষের বিপদে-আপদে আমাদের পাশে থাকতে হবে। আমাদের কিন্তু সন্ত্রাসীদের মতো আচরণ করলে চলবে না। যারা অপকর্ম করেছে তাদের অপকর্মের শাস্তি দিতে হবে এবং তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।
তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা কোন চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারবে না। কারণ এদেশের জনগণ বিএনপি নেতাকর্মীদেরকে ভালোবাসেন। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের জুলুম অত্যাচার ও নির্যাতন সহ্য করে রাজপথে টিকে ছিলো। আমাদের নেতা তারেক রহমান সকল হিংসা বিদ্বেষ ভুলে সকলকে মানবিক হওয়ার নির্দেশ দিয়েছেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মীসভার কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া ও মাসুদ রানা সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।