খা‌লেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহত্তর আমলাপাড়াবাসীর দোয়া ও খাবার বিতরণ 

দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএন‌পি ও অঙ্গসংগঠ‌নের পক্ষ থে‌কে দোয়া-মাহফিল ও দুঃস্থ‌দের মা‌ঝে খাবার বিতরণ করা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুম্মা আমলাপাড়া চৌড়াস্তায় এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহত্তর আমলাপাড়াবাসীর আয়োজ‌নে অনুষ্ঠিত দোয়া মাহ‌ফি‌লের পূ‌র্বে বক্তারা ব‌লেন, তারা ভেবেছিল দেশ‌নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারান্তরীণ করলেই বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে যাবে। সেটা কোনোদিন সম্ভব হবে না, হতে দেবো না। আমরা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করি। তিনি (বেগম খালেদা জিয়া) যেনো অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্ব দেন, সেই প্রত্যাশা করছি। এসময় উপ‌স্থিত ছি‌লেন-
নারায়ণগঞ্জ মহানগর যুবদ‌লের আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য কাজী না‌হিসুল ইসলাম সাদ্দাম, মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সদস‌্য আকিব কায়সার, মহানগর সাইবার ইউজার দ‌লের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হো‌সেন জু‌য়েল চৌধুরী, সদর থানা মৎসজী‌বি দ‌লের সদস‌্য মোঃ সাইদুর রহমান, সদর থানা ছাত্রদ‌লের সা‌বেক যুগ্ম আহ্বায়ক শান্ত, ১৩নং ওয়ার্ড ছাত্রদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ইভান, ১৩নং ওয়ার্ড সাইবার ইউজার দ‌লের সভাপ‌তি রিফাত চৌধুরী, সি‌নিয়র সহ সভাপ‌তি রা‌হিম চৌধুরী, সদর থানা ছাত্রদল নেতা অ‌নি মির্জা, সিফাত, শুভ, রা‌ফি, সুন্দর, রাইয়ান, রিয়ন চৌধুরী, জিসান, সিমান্ত, হিমু সহ আমলাপাড়া এলাকার গণমান‌্য ব‌্যক্তিবর্গ। কর্মসূচীর সা‌র্বিক তত্বাবধায়‌নে ছি‌লেন ১৩নং ওয়ার্ড ছাত্রদ‌লের সা‌বেক সি‌নিয়র সহ সভাপ‌তি রা‌হিদ রায়হান শরীফ জিসান, হা‌সিব আহ‌মেদ আদর, মাহাদী মিম, মোস্তবা আলী সৌরভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *