দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম সিরাজগঞ্জ প্রতিনিধি:সৃষ্টি সুখের উল্লাসে ,দেশ ও জাতির কল্যাণে, থাকবো না কেউ পিছিয়ে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৭ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার সকাল ৮ ঘটিকায়,সিরাজগঞ্জ ভিক্টোরিয়া স্কুল মাঠে, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। এক পশলা বৃষ্টির পরে, আকাশ যেমন হাসে, শীতের শেষে বসন্তের স্মৃতি,, উঠলো তেমন হেসে। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সোহেল রানা মাসুদের সভাপতিত্বে : প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সিরাজগঞ্জ সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অরুণ কুমার দেবনাথ, ( সহকারী উপজেলা শিক্ষা অফিসার) সদর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: সাজেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মো: আমিনুল ইসলাম, কো-অর্ডিনেটর সৃষ্টি স্কুল এন্ড কলেজ, আতিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা,অমৃতলাল ভৌমিক
সিনিয়র শিক্ষক, রুলিয়া পারভীন, ইসমাইল হোসেন, লুৎফুন্নাহার শিমু, আমানুল্লাহ আমান, জুলিয়া খাতুন, আল হেলাল, শারমিন পারভীন, লুনা, সহো অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ব্যাচ পরিয়ে দেন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। তারপর পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয় এবং ছাত্র-ছাত্রীদের কে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। আকাশে বেলুন অবমুক্ত করা হয় এবং মশাল প্রজ্বলন মাঠের চারিপাশ প্রদক্ষিণ করা হয়।
এরপর শুরু হয় বিভিন্ন আইটেমের খেলাধুলা : যেমন: সুই-সুতা পড়ানো, লজেন্স দৌড়, অংক দৌড়, মোরগ যুদ্ধ, দৌড়, গোলক নিক্ষেপ, বালিশ ছোড়া,চেয়ার খেলা, যেমন খুশি তেমন সাজো, ইত্যাদি। খেলা শেষে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন : আজ তোমরা যারা খেলায় অংশ নিয়েছো তারা সবাই বিজয়ী। আজকে পারোনি কিন্তু আগামীতে পারবে। এটাই হোক তোমাদের দৃঢ় অঙ্গীকার। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন উভয়ী ভালো থাকে। মাদক থেকে দূরে থাকতে হবে। মানুষের মত মানুষ হয়ে বাবা-মার মুখ উজ্জ্বল করতে হবে। সবশেষে একে একে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।